প্রকাশিত: Fri, Dec 9, 2022 5:58 PM
আপডেট: Fri, May 9, 2025 12:00 PM

পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আশ্রয় দেবে মেক্সিকো

মিহিমা আফরোজ: লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। গত বুধবার রাতে ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে তাকে আটক করে পুলিশ। ক্ষমতা হারানোর পরপরই কাস্টিলো মেক্সিকোতে আশ্রয় চান। বিবিসি

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরকে গত বুধবার রাতে চিঠি পাঠান কাস্টিলোর আইনজীবী। ওই চিঠিতে তাকে ‘বিচার ব্যবস্থার ভিত্তিহীন নিপীড়নের মুখে কাস্টিলোকে আশ্রয় দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য’ অনুরোধ করা হয়েছে।

প্রেসিডেন্ট কাস্টিলো এখন পেরুর রাজধানী লিমাতে বন্দি আছেন। পেদ্রো কাস্টিলোর বিরুদ্ধে আগেই অভিশংসনের প্রস্তাব এনেছিলেন পেরুর আইনপ্রণেতারা। তখন নিজেকে রক্ষা করতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার চেষ্টা করেন পেদ্রো। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ডিক্রি জারি করে দেশ শাসনের কথা বলেন। সেসময় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি জানান, অস্থায়ীভাবে পার্লামেন্ট ভেঙে দেবেন, ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা ও নতুন নির্বাচন আয়োজন করবেন। তার এ ঘোষণাকে সুষ্পষ্ট অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন বিরোধী দলের সদস্যরা। এমনকি তার নিজ দলের অনেক সদস্যও তার এ ডিক্রির বিরোধিতা করেন। মূলত, এরপরই পার্লামেন্টে জরুরি অধিবেশন ডেকে তাকে অভিশংসিত করা হয়। পেদ্রো কাস্টিলোকে আশ্রয় দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড। তিনি বলেন, পেরুতে নিযুক্ত মেক্সিকান রাষ্ট্রদূত পাবলো মনরয় লিমাতে কাস্টিলোর সঙ্গে দেখা করেছেন। আশা করি, কাস্টিলোকে আশ্রয় দেওয়ার সব প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হবে। সম্পাদনা: খালিদ আহমেদ